রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলায় ২ জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে ২টি বিদেশি জাহাজ। আজ রোববার বিকেল ৫টার পর জাহাজ ২টি মোংলা বন্দরে পৌঁছে।
বিকেলে জাহাজ ২টি মোংলা বন্দরে পৌঁছে। ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে ২টি বিদেশি জাহাজ। আজ রোববার বিকেল ৫টার পর জাহাজ ২টি মোংলা বন্দরে পৌঁছে।

ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ 'এমভি আঙ্কা সান' বন্দরের ৭ নম্বর জেটিতে এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'এমভি সাপোডিলা' বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে।

এমভি আঙ্কা সানের রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য ১৯৭৯ প্যাকেজের ১৪০০.২১ মেট্রিক টন পণ্য এবং এমভি সাপোডিলায় ৪৩৬ প্যাকেজের ৫১৮.৪২১ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, ২টি জাহাজে করে ১ হাজার ৯০০ টন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছে।

তিনি বলেন, এসব যন্ত্রপাতি ২ দিনের মধ্যে খালাস করে সড়কপথে রূপপুরের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

Comments