ঈদের ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

সকাল থেকে দুপুর পর্যন্ত ১০২ ট্রাক পণ্য আমদানি ও ২৫ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে
ঈদুল আজহা, বেনাপোল স্থলবন্দর, আমদানি-রপ্তানি বাণিজ্য,
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় টানা পাঁচদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

আজ বুধবার সকাল নয়টা থেকে এই স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ১০২ ট্রাক পণ্য আমদানি ও ২৫ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দু'দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ফলে, বন্দর এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আটকে থাকা বেশিরভাগ পণ্যের মধ্যে বিভিন্ন শিল্প ও গার্মেন্টস শিল্পের কাঁচামাল আছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ঈদে টানা পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। পাঁচ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৩৪ হাজার যাত্রী ভারতে গেছেন। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ইমিগ্রেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর (ট্র্যাফিক) রেজাউল করিম জানান, ঈদুল আজহার ছুটি শেষে আজ সকাল থেকে বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

Comments