প্রবাসীরা দেশে ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না

ডলার

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন। 

অবশ্য এই অর্থ তিনি অনুমোদিত ডিলার ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবেও জমা রাখতে পারবেন।

পরবর্তীতে বিদেশ যাওয়ার সময় জমাকৃত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারবেন।

আজ বুধবার বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

তবে দেশে আসার সময় সঙ্গে ১০ হাজার মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা থাকলে তা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অতিরিক্ত বৈদেশিক মুদ্রা রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আওতায় দণ্ডনীয় উল্লেখ করে ১০ হাজার ডলারের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই সময়ের পর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Heavy damage reported at four sites in Israel after Iran missile attack

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

12h ago