আবার কমলো টাকার মান, প্রতি ডলার এখন ৯৬ টাকা

ডলার

মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান আবার কমেছে। গতকাল রোববারের চেয়ে ১ টাকা কমে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার এখন ৯৬ টাকা।

আজ সোমবার কিছু ব্যাংকের কাছে ৯৬ টাকা দরে ৬৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালও ডলারের দাম ছিল ৯৫ টাকা।

গত ৮ আগস্ট ৩০ পয়সা অবমূল্যায়নের পর প্রতি ডলারের মূল্য হয় ৯৫ টাকা। এক মাসের বেশি সময় এই বিনিময় স্থির থাকার পর আজ আবার অবমূল্যায়ন হলো টাকার।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে বিনিময় হার সমন্বয় করতে গিয়ে টাকার কিছুটা অবমূল্যায়ন হলো।'

Comments

The Daily Star  | English

Explosions at Jammu airport in Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

24m ago