শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'দেশে রপ্তানি বেড়েছে, আমদানি কমেছে, রেমিট্যান্সও বেড়েছে। সম্প্রতি এক বছরে সর্বোচ্চ ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর অর্থ হলো মাসে ২ বিলিয়ন ডলার করে এসেছিল। এখন আবার রেমিট্যান্স প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন করে আসতে শুরু করেছে। ফলে আগে যেভাবে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল সেটি আবার হবে।'

গত বছর করোনাভাইরাস মহামারির মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছিল।

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করে। এরপর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে।

বুধবার বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, 'খুব শিগগিরই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা হবে। টুডে অর টুমোরো আমরা কিন্তু মার্কেটবেস লেনদেনে যাবো।'

'আমরা বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করার চিন্তা করছি,' বলেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, 'এতোদিন যেভাবে বৈদেশিক মুদ্রার প্রাইস ঠিক করে দিতাম, সেভাবে বেচাকেনা হতো। আন্তজার্তিক বাজারে যেভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয় বাংলাদেশেও সেভাবে হবে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাশিয়ার সঙ্গে বাণিজ্যে কোন ধরনের কারেন্সি ব্যবহার করা হবে সে ব্যাপারে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি।'

'রাশিয়া যদি অ্যাক্সেপ্ট করে বাংলাদেশি মুদ্রার সঙ্গে সোয়াপ করতে, তাহলে ডলারের বিকল্প মুদ্রায় রাশিয়ার সঙ্গে বৈদেশিক বাণিজ্য করা যাবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

55m ago