বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলে সংশোধিত প্রক্ষেপণে জানিয়েছে বিশ্বব্যাংক।

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলে সংশোধিত প্রক্ষেপণে জানিয়েছে বিশ্বব্যাংক।

আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের 'সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস' শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত জুনে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। বিশ্বব্যাপী অর্থনীতির ধীরগতি এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে এখন প্রবৃদ্ধি কমার আশঙ্কা করছে বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি।

করোনা মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৪৫ শতাংশে নেমে গিয়েছিল।

তবে শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের অর্থনীতির প্রবৃদ্ধি কমে যেতে পারে বলেও বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে।

তবে নেপালের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।

এ অঞ্চলের চলতি অর্থবছরের গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছে প্রতিবেদনে, যা জুনে ধরা হয়েছিল ৫ দশমিক ৯ শতাংশ।

২০২১ সালে বেশিরভাগ দেশ যখন মন্দা থেকে উঠে আসছিল তখন দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮ শতাংশ।

Comments