ডলার ঘাটতি, মুদ্রাস্ফীতিসহ ৭ সংকটে বাংলাদেশ: সিপিডি
বাংলাদেশ বর্তমানে অন্তত ৭টি সংকটের মুখে রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ঢাকায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সিপিডির মতে, অন্যান্য সংকটগুলোর মধ্যে আছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ মহামারি এবং জলবায়ু পরিবর্তন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'সামগ্রিকভাবে এই ৭টি বিষয় আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে থিঙ্ক-ট্যাঙ্ক।
সিপিডি আরও জানিয়েছে, অন্তত ২৯টি প্রয়োজনীয় খাদ্য আমদানিতে বর্তমানে উচ্চ হারে কর এবং শুল্ক দিতে হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, রপ্তানি ও রেমিটেন্স থেকে মোট আয়ের তুলনায় আমদানির পরিমাণ বেশি হওয়ায় বাংলাদেশের অর্থপ্রদানের ক্ষেত্রে ভারসাম্যহীন অবস্থানে চলে গেছে।
সিপিডি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ২ মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগের ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেশি।
Comments