দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি: সিপিডি

সিপিডি
ঢাকার ব্র্যাক সেন্টার ইনে সিপিডির অনুষ্ঠান। ছবি: স্টার

বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শেখ হাসিনার শাসনামলে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ২০২৪ সালে প্রায় ১৭ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান দুর্নীতিকে তাদের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

ডলারের বিনিময় হারে অস্থিরতাকে দ্বিতীয় বৃহত্তম চ্যালেঞ্জ হিসাবে ধরা হয়েছে। এরপর আছে অদক্ষ সরকারি আমলাতন্ত্র, মূল্যস্ফীতি ও মূলধন পাওয়ার সীমিত সুযোগ।

গত ফেব্রুয়ারি থেকে জুনে পরিচালিত এ জরিপে আরও বেশ কয়েকটি সমস্যা উঠে এসেছে। সেগুলো হলো—অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল জনস্বাস্থ্য, অপরাধ ও চুরি এবং শ্রমবাজারে নৈতিকতার অভাব।

আজ রোববার সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ঢাকার ব্র্যাক সেন্টার ইনে এক সংলাপে গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, 'বিগত সরকারের আমলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশে সীমিত অগ্রগতি দেখা গেছে। ব্যবসায়িক কার্যক্রম কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।'

দেশে ব্যবসার পরিবেশ সংস্কার নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল সিপিডি।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, 'নীতি, আইন, প্রতিষ্ঠান ও কার্যক্রমে উল্লেখযোগ্য সংস্কারের অভাব অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠার বিষয়টিকে বাধাগ্রস্ত করছে।'

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখে পড়েছিল। পটপরিবর্তনের পরও এর প্রভাব অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English

Trump Tariffs: World gets 90-day pause, except China

US President Donald Trump abruptly backed down yesterday in his global trade war with a 90-day tariff pause for most countries -- but slapped even more levies against China in what has become a brutal duel between the world’s two largest economies.

5h ago