নভেম্বরে মূল্যস্ফীতি আরও কমে ৮ দশমিক ৮৫

দেশে গত নভেম্বরে মূল্যস্ফীতি আরও কমে ৮ দশমিক ৮৫ শতাংশে দাঁড়িয়েছে।
আজ সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
গত অক্টোবর দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী নিজ কার্যালয়ে গণমাধ্যমকে বলেন, 'সোনার দামের কারণে মূল্যস্ফীতি যতটা কমবে আশা করা হয়েছিল ততটা কমেনি।'
পরিকল্পনামন্ত্রী এর আগে জানিয়েছিলেন, দেশে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে।
গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ।
Comments