অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.৯১ শতাংশ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, দেশে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে।
আজ মঙ্গলবার অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছেন তিনি।
এ সময় জানানো হয়, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল। যা সেপ্টেম্বরে ৯ দশমিক ১০ শতাংশে নেমে আসে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্নিত হওয়া এবং অনিশ্চয়তার কারণে খাদ্যের উচ্চমূল্যে গত কয়েক মাস ধরে মুল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
Comments