অনলাইনে আয়কর রিটার্ন জমা বেড়েছে ৩ গুণ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে গ্রাহকদের আগ্রহ বেড়েছে এবার। গত বছরের তুলনায় এ বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।

ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর কর্মকর্তাদের মতে, এবার ২ লাখ ৭ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। আগের অর্থবছরে এর সংখ্যা ছিল ৬১ হাজার।

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ১ জানুয়ারি। এবার কর শনাক্তকরণ নম্বরধারী ২৮ লাখ ৫১ হাজার জন আয়কর রিটার্ন দাখিল করেছেন।

Comments

The Daily Star  | English
road accidents death in Bangladesh April

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

1h ago