নারী উদ্যোক্তাদের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক

তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।
ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,

বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত স্মল এন্টারপ্রাইজ খাতে নারী উদ্যোক্তাদের তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি করা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত 'স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম'র নাম পরিবর্তন করে 'নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম' নামকরণ করা হলো। ওই তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৩ হাজার কোটিতে উন্নীত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সার্কুলার ও সার্কুলার লেটারসহ নারী উদ্যোক্তাদের বিতরণ করা ঋণ/বিনিয়োগের বিপরীতে প্রণোদনা সংক্রান্ত ২০২১ সালের ১৭ আগস্টের এসএমইএসপিডি সার্কুলার নং-০৮ এবং একই বিষয়ে ২০২২ সালের ২০ জুনের এসএমইএসপিডি সার্কুলার লেটার নং-০২-এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা এবং ১৯৯৩ সালের আর্থিকপ্রতিষ্ঠান আইনের ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago