আবারো রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ ২৯.৯৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে ১.০৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ ২৯.৯৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পর আমদানি বিল পরিশোধ করে এবং বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত কমে যায়।

এর আগে, বাংলাদেশ ব্যাংক মে মাসে ১.১৮ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছিল। এতে রিজার্ভ ২৯.৭৭ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ ও রেমিট্যান্সের প্রবাহ বাড়লে গত ২৬ জুন রিজার্ভ ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়।

Comments