প্রজ্ঞাপন

জুলাই থেকে ন্যূনতম ১০০০ টাকা বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা

বর্তমানে চাকরিরতরা ন্যূনতম ১ হাজার টাকা এবং অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।
২০২৩-২৪ অর্থবছর, বাজেট, বিদেশ ভ্রমণ, অর্থ মন্ত্রণালয়,

সরকারি কর্মচারীরা চলতি বছরের ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন। বর্তমানে চাকরিরতরা ন্যূনতম ১ হাজার টাকা এবং অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ১৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের এ বছরের ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে 'বিশেষ সুবিধা' প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৫০০ টাকা হারে প্রদান করা হবে।

Comments

The Daily Star  | English

Chief adviser meets cricketers after 'historic success' in Pakistan

Bangladesh national team cricketers, along with coaching staff, and Bangladesh Cricket Board (BCB) officials, started from the BCB headquarters in Mirpur at noon today and are on their way to meet Professor Muhammad Yunus, chief adviser to the interim government, at his office in Tejgaon.

2h ago