এআই-রোবোটিক্স প্রযুক্তি উন্নয়নে ৩ বিশ্ববিদ্যালয়কে এডিবির ১০০ মিলিয়ন ডলার ঋণ

বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) প্রোগ্রামের উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ শুক্রবার এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির সামাজিক খাতের অর্থনীতিবিদ রিওতারো হায়াশি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণ দ্রুততর করতে ও ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে উচ্চশিক্ষায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উন্নীত করা সময়ের দাবি।

তিনি বলেন, 'এই প্রকল্পটি আরও দক্ষ ও প্রযুক্তিপ্রেমী গ্র্যাজুয়েট এবং উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তা করবে, যারা দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করবে।'

প্রকল্পটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সফটওয়ার প্রকৌশল ও তথ্য প্রযুক্তি ডিগ্রি প্রোগ্রামগুলো উন্নত করবে। এই প্রোগ্রামগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ইন্টারনেট অব থিংসের মতো সর্বশেষ প্রযুক্তিগুলোকে যোগ করবে।

এডিবি তিনটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি, সহযোগিতা ও স্টার্ট-আপ স্পেস এবং অন্যান্য সুবিধা বৃদ্ধিতে সহায়তা করবে। এই সুবিধাগুলোতে জলবায়ু ও দুর্যোগ-সহনশীল নকশা, শক্তি ও পানি-সাশ্রয়ী বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া নারী-বান্ধব সুযোগ-সুবিধা ও পরিষেবাও অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষামূলক পদ্ধতি ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হতে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই তিন ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে উদ্ভাবনী সমাধানে এই শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গেও কাজ করবেন।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and suppress political dissent.

6h ago