চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ধীর গতিতে হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
World Bank logo

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ধীর গতিতে হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুনে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। যা আগের অর্থবছরে ছিল ৬ শতাংশ।

এর আগে, গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

তবে, মূল্যস্ফীতি হ্রাস ও বাহ্যিক খাত ধীরে ধীরে স্বাভাবিক হলে আগামী অর্থবছরে (২০২৪-২৫) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হতে পারে বলেও জানিয়েছে তারা।

বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, বিদেশি খাতের স্থিতিশীলতা নির্ভর করে বিনিময় হারের অস্থিরতা দূর করা ও বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ওপর।

তারা আরও বলেছে, 'অভ্যন্তরীণ ও বৈশ্বিক পণ্যের দামের ওপর নির্ভর করে মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে।'

বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালের জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিকে অনিশ্চয়তার সম্ভাবনা আছে।

Comments