অস্থিরতা বন্ধ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ হবে না: বিজিএমইএ

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ নতুন নিয়োগ বন্ধের পাশাপাশি যেসব কারখানায় ভাঙচুর করা হয়েছে, সেখানকার শ্রমিকদের নাম উল্লেখ করে নিকটবর্তী থানায় মামলা অথবা নাম না পাওয়া গেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করার নির্দেশ দেন।
বিজিএমইএ

পোশাক কারখানায় শ্রমিকদের অস্থিরতা বন্ধ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরিপোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ নতুন নিয়োগ বন্ধের পাশাপাশি যেসব কারখানায় ভাঙচুর করা হয়েছে, সেখানকার শ্রমিকদের নাম উল্লেখ করে নিকটবর্তী থানায় মামলা অথবা নাম না পাওয়া গেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করার নির্দেশ দেন।

তারা বিজিএমইএর সদস্য কারখানাগুলোকে মামলা দায়েরের আগে ভিডিও ফুটেজ থেকে বিক্ষোভকারী শ্রমিকদের ছবি সংগ্রহ করতেও বলেন।

শ্রমিকরা কর্মস্থলে না থাকলে শ্রম আইনের ১৩(১) ধারা মেনে মালিকরা কারখানা বন্ধ করে দেবেন। এ ধারায় বলা হয়েছে, 'কাজ নেই, বেতন নেই'।

বিজিএমইএ নেতৃবৃন্দ শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভের ভিডিও সংগ্রহ করে যত দ্রুত সম্ভব প্রমাণ হিসেবে বিজিএমইএ সিস্টেম অ্যানালিস্টের কাছে জমা দিতে বলেছেন।

বৈঠক শেষে বিজিএমইএ এসব নির্দেশনা দিয়ে মালিকদের চিঠি দিয়েছে।

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

1h ago