নভেম্বরে রপ্তানি কমেছে ৬.০৫ শতাংশ

চলতি বছরের নভেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।
বাংলাদেশের রপ্তানি আয় ২০২৩
স্টার ফাইল ফটো

তৈরি পোশাকের রপ্তানি কমায় চলতি বছরের নভেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।

আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, গত বছরের নভেম্বরে যা ছিল ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

গত মাসে রপ্তানি কমেছিল ১৩.৬৪ শতাংশ

Comments

The Daily Star  | English

Houses for homeless: A project destined to fall into ruin

At least a dozen homes built for the homeless and landless on a river island in Bogura’s Sariakandi upazila have been devoured by the Jamuna while dozens of others are under threat of being lost.

5h ago