ইএফডিতে খুচরা ভ্যাট আদায় বেড়েছে ১০ গুণ

আজ বুধবার এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহ ১০ গুণ বেড়েছে।
ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, ইএফডি, এনবিআর, ভ্যাট আদায়, ভ্যাট আদায় বেড়েছে,
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: মো. আসাদুজ্জামান

খুচরা পর্যায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) মেশিন চালুর উপকারিতা পেতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহ ১০ গুণ বেড়েছে।

এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি বিভাগের সদস্য মইনুল খান বলেন, এখন এই ডিভাইস ব্যবহার করে প্রতিটি দোকান থেকে কর প্রশাসন মাসে প্রায় ৫০ হাজার টাকা পাচ্ছে।

তিনি বলেন, ইএফডি চালুর আগে প্রতিটি দোকান থেকে মাসিক ভ্যাট প্রাপ্তির পরিমাণ ছিল চার থেকে পাঁচ হাজার টাকা।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে খুচরা পর্যায়ে প্রায় ১৮ হাজার ইএফডি মেশিন চালু করা হয়েছে।'

এনবিআর ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ১০ ডিসেম্বর থেকে ভ্যাট সপ্তাহ পালন করবে।

২০২০ সালের আগস্টে এনবিআর এগুলো বসানো শুরু করে এবং প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ১০০টি ইএফডি চালু করা হয়।

চলতি অর্থবছরে আরও ৬০ হাজার এবং আগামী পাঁচ বছরে আরও তিন লাখ ইএফডি চালুর পরিকল্পনা আছে তাদের।

সাধারণত দোকান, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, পোশাক, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স আউটলেট এবং জুয়েলার্সসহ ২৫ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইএফডি সরবরাহ করা হয়।

Comments