সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

নিজ নিজ খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সেরা ভ্যাটদাতা, ভ্যাট, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর,
সর্বোচ্চ ভ্যাট দেওয়া নয় প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে এনবিআর। ছবি: মো. আসাদুজ্জামান

২০২০-২১ অর্থবছরে নিজ নিজ খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার এনবিআরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

ভোক্তাদের দেওয়া পরোক্ষ কর যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতে কর প্রশাসক এই পুরষ্কার দিয়ে থাকেন।

উৎপাদন খাতে পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে ব্যবসা খাতে পুরস্কার পেয়েছে ওয়ালটন প্লাজা, ইউনিমার্ট লিমিটেড ও হামকো করপোরেশন লিমিটেড।

সেবা খাতে বিকাশ লিমিটেড, ব্র্যাক আড়ং ও নগদ লিমিটেড পুরস্কার পেয়েছে।

Comments