২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রেমিট্যান্স বেড়েছে ২.৫ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার ও ২০২১ সালে তা ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স

সদ্য বিদায়ী ২০২৩ সালে প্রবাসীরা দেশে ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ডলারের ব্যাংক ও হুন্ডি পদ্ধতির বিনিময় হারের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার প্রেক্ষাপটে দেশ থেকে বেশি সংখ্যক শ্রমিক বিদেশে গেলেও রেমিট্যান্সের প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি।

এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৫৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার ও ২০২১ সালে তা ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দ্য ডেইলি স্টারকে জানান, ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, ডিসেম্বরের প্রবাসী আয় এক বছরের আগের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে।

Comments