৯ শতাংশ মূল্যস্ফীতি গ্রহণযোগ্য নয়: আতিউর রহমান

‘বছর শুরুর ভাবনা: বাংলাদেশের অর্থনীতি কোন দিকে?’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বৃহস্পতিবার 'বছর শুরুর ভাবনা: বাংলাদেশের অর্থনীতি কোন দিকে?' শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিউর রহমান বলেন, 'এটি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে।'

গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি একমাত্র সঠিক উদ্যোগ নয়, অন্যান্য উদ্যোগও প্রয়োজন।

তিনি আরও বলেন, 'ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বাড়ছে, এতে মূল্যস্ফীতি বেশি হচ্ছে। তাই বাজারভিত্তিক বিনিময় হার চালুতে সরকারের উদ্যোগ নিতে হবে।'

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago