বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি, বাংলাদেশে ইউরোপের বিনিয়োগ,
রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউরোপের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকায় ইইউ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

হোয়াইটলি বলেন, ইইউ'র সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, কারণ বাংলাদেশ বছরে ইউরোপীয় ইউনিয়নে ২৪ বিলিয়ন ইউরোর বেশি পণ্য রপ্তানি করে।

রাষ্ট্রদূত বলেন, ইইউ ২০২৬ সালে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে উত্তরণ ও উত্তরণের পর ইইউ'র বাজারে জিএসপি প্লাস সুবিধার দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশে ইইউ'র আরও বিনিয়োগ আনার দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধিদলের প্রধান এসব বলেন।

পরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে এক বৈঠকে হোয়াইটলি বলেন, ইইউ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে ইইউ প্রতিনিধিদল।

ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সেখানে বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago