ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমায় ফেব্রুয়ারিতে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি ১৯ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে।
জানুয়ারিতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।
ফেব্রুয়ারিতে কমা সত্ত্বেও ভোক্তা মূল্যস্ফীতি চলতি অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে আছে।
ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ১২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ। একইভাবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৪২ শতাংশ থেকে ৯ দশমিক ৩৩ শতাংশে নেমে এসেছে।
সরকার ২০২৩-২৪ সালে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
Comments