‘নারীদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী’

ওয়াসিকা আয়শা খান, শেখ হাসিনা,
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইকুয়েলিটি ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে এদেশের নারীরা সহায়তা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।

আজ রোববার রাজধানীর ডিএসই টাওয়ারে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত 'রিং দ্যা বেল ফর জেন্ডার ইকুয়েলিটি ২০২৪' শীর্ষক অনুষ্ঠানে এসব বলেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষ সমতার বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংসদে সংরক্ষিত মহিলা আসন প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও এর প্রতিফলন ছিল।'

'বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একমাত্র রাজনৈতিক দল যারা দলীয় সনদ ও নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষ সমানাধিকারের কথা উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতাকে প্রাধান্য দিয়ে জেন্ডার বাজেটিং-সহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের নারীরা অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে কাজ করছেন।'

তিনি বলেন, 'মেয়ে শিক্ষার্থীদের মায়েদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদানের মাধ্যমে নারীশিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে।'

জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে বিপুল কর্মোদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী।

ওয়াসিকা আয়শা খান বলেন, 'নারী-পুরুষ সমতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামষ্টিক প্রচেষ্টার প্রয়োজন। সামাজিক দৃষ্টিভঙ্গি উদার করার পাশাপাশি নারীদের এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি সামাজিক প্রতিবন্ধকতা দূর করে নারীর আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সকলকে সহযোগিতা করতে হবে।'

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের অধীন প্রতিষ্ঠানগুলোতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী।

Comments

The Daily Star  | English

UN eyes major overhaul amid funding crisis, internal memo shows

It terms "suggestions" that would consolidate dozens of UN agencies into four primary departments: peace and security, humanitarian affairs, sustainable development, and human rights.

1h ago