হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই

ফাইল ছবি

বার্জ মাউন্টেড পাওয়ার প্লান্ট দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ।

আজ শনিবার দুদকের আইনজীবী আশিফ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, আপিলের অনুমতির আবেদনটি সুপ্রিম কোর্টের আজকের কার্যতালিকায় থাকায় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে কমিশন গত ৫ মার্চ সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করে। আবেদনে, হাইকোর্টের রায়ের তারিখ থেকে আবেদন দাখিলের জন্য ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মওকুফের জন্য আবেদন করা হয়।

২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা বার্জ-মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের রায় দেয়।

বিচারপতি মো. শামসুল হুদা (বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং বিচারপতি আবু বকর সিদ্দিকীর (বর্তমানে অবসরপ্রাপ্ত) সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।

খুলনায় বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিল দুদক।

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports drop

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

2h ago