বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা দেখিয়েছে, পিএমআই সূচক
পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, চলমান ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ ও অনিশ্চয়তার মুখেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিস্থাশীলতা দেখিয়েছে এবং সম্প্রসারণের পথে আছে।
পিএমআই অনুযায়ী, 'সূচকটি আগের মাসের তুলনায় সামান্য কমলেও অর্থনীতি নতুন প্রান্তিকে সম্প্রসারণের পথে আছে। উৎপাদন ও কৃষি উভয় ক্ষেত্রেই শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে, তবে পরিষেবা ও নির্মাণ খাতে ধীর প্রবৃদ্ধি হয়েছে।'
আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায় বেসরকারি গবেষণা সংস্থা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এই সূচক চালু করেছে এবং তার ফল প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পিএমআই সূচক ৬২ দশমিক ২ পয়েন্টে নেমেছে
এদিকে এপ্রিলে উৎপাদন ও কৃষি খাতে দ্রুত সম্প্রসারণ হয়েছে। তবে, নির্মাণ ও পরিষেবা খাত ধীর প্রবৃদ্ধির পর্যায়ে ছিল। সেবা ও নির্মাণ খাতে ধীরগতির কারণে এপ্রিলে সূচক আগের মাসের তুলনায় ২ দশমিক ১ পয়েন্ট কমেছে।
প্রসঙ্গত পিএমআই ৫০ এর ওপরে থাকা ইঙ্গিত দেয় যে, অর্থনীতি প্রসারিত হচ্ছে। যদিও ৫০ এর নিচে থাকা সংকোচনের ইঙ্গিত।
Comments