মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৮৯ শতাংশ

গত এপ্রিলে তা ছিল নয় দশমিক ৭৪ শতাংশ।
মূল্যস্ফীতি
মে মাসে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫৪ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ২২ শতাংশ থেকে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। ছবি: সংগৃহীত

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৮৯ শতাংশে। গত এপ্রিলে তা ছিল নয় দশমিক ৭৪ শতাংশ।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুসারে, দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৫৪ বেসিস পয়েন্ট বেড়ে ১০ দশমিক ২২ শতাংশ থেকে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি ১৫ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশ থেকে নয় দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

২০২২-২৩ সালে গড় মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক শূন্য দুই শতাংশ। এটি সাম্প্রতিক বছরগুলোর গড় ছয় শতাংশের তুলনায় অনেক বেশি।

Comments