আইএমএফের ঋণের কিস্তি আসায় রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলার

এছাড়া, দক্ষিণ কোরিয়া, বিশ্বব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ আরও কিছু উৎস থেকে মোট প্রায় ৯০ কোটি ডলার এসেছে...
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ আরও কিছু ঋণের অর্থ আসায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, আজ বৃহস্পতিবার আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ছাড় হয়েছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়া, বিশ্বব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ আরও কিছু উৎস থেকে মোট প্রায় ৯০ কোটি ডলার এসেছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, 'কাল বন্ধ থাকায় আমরা এখনো হিসাব চূড়ান্ত করতে পারিনি। আগামী কার্যদিবসে চূড়ান্ত হিসাব পাব। মোট রিজার্ভ প্রায় ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।'

আইএমএফের হিসাব অনুযায়ী, গতকাল দেশের রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। সে হিসাবে আজ তহবিল যোগ হয়ে তা গিয়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

গত চার মাসে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রিজার্ভের পরিমাণ এটাই।

গত বছরের ১২ জুলাই আইএমএফের পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য করে হিসাবে রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

দেশে যত বৈদেশিক মুদ্রা আসছে, তার চেয়ে বেশি বের হয়ে যাওয়ায় গত প্রায় তিন বছর ধরে রিজার্ভ কমছে।

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago