পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সাত ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

সর্বজনীন পেনশন স্কিম, অর্থ মন্ত্রণালয়, সর্বজনীন পেনশন স্কিম, সর্বজনীন পেনশন,

সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাতটি ব্যাংক।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অর্থ বিভাগের সম্মেলন কক্ষে সাতটি ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

ব্যাংকগুলো হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সাতটি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন স্কিমে মানুষকে নিবন্ধন কাজে সহায়তাসহ নিবন্ধনকারীর চাঁদা জমা নেবে। যেকোনো নিবন্ধনকারী এই সাতটি ব্যাংকের শাখাগুলোর কাউন্টারে জমা জমা দিতে পারবেন।

এসব ব্যাংকের নির্ধারিত অ্যাপ ব্যাবহার করেও গ্রাহকরা রেজিস্ট্রেশন ও অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ব্যাংকগুলোর বিভিন্ন শাখা জাতীয় পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসেবে কাজ করবে।

সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা জমা দেওয়া আরও সহজতর করতে এ ব্যবস্থা নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

এর আগে, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির সঙ্গে সাথে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সর্বজনীন পেনশন স্কিমের প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমে বর্তমানে মোট নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ এবং মোট জমার পরিমাণ ১০০ কোটি টাকার ওপর। ইতোমধ্যে জমা অর্থের মধ্যে ৯২ কোটি ৬৮ লাখ টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
wheat production decline in bangladesh

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

16h ago