জুলাইয়ে প্রবাসী আয় কমেছে ৩.২ শতাংশ

মেজবাউল হক বলেন, জুলাইয়ের শেষ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১২০ মিলিয়ন ডলার।
রেমিট্যান্স, প্রবাসী আয়, কোটা সংস্কার আন্দোলন, কারফিউ, মোবাইল ইন্টারনেট বন্ধ,
ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় আসার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ২ শতাংশ কমে ১ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতা নিয়ন্ত্রণে দেশে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল সরকার। ফলে, ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো অর্থ সংগ্রহ করতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, গত বছরের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বৈদেশিক মুদ্রার প্রধান উৎস প্রবাসী আয় এসেছে ১৩৮ মিলিয়ন ডলার, যা জুলাইয়ের চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

মেজবাউল হক বলেন, জুলাইয়ের শেষ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১২০ মিলিয়ন ডলার।

তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বার্ষিক ১০ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ বছরের জুনে প্রবাসী আয় এসেছিল দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

Comments