ডিএইচএল-ডেইলি স্টারের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড আজ সন্ধ্যায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড

প্রতি বছর মতো এবারও দেশের সেরা ব্যবসায়ীদের স্বীকৃতি দিতে যাচ্ছে ডিএইচএল ও দ্য ডেইলি স্টার।

আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস (বিবিএ)-এর মাধ্যমে ব্যবসার অসামান্য অর্জনগুলো উদযাপন করা হবে।

বিশ্বব্যাপী লজিস্টিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল ও দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে ব্যবসায়ীদের তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের জন্য সম্মানিত করে আসছে।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ২২তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৩-এ প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এ বছর বিজনেস পারসন অব দ্য ইয়ার, বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার, বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার, বেস্ট ওমেন ইন বিজনেস ও আজীবন সম্মাননা—এই পাঁচ বিভাগে পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারপারসন কিহাক সাং।

'বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস' দেশের ব্যবসায় উৎকর্ষ ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে উৎসাহের অংশ হিসেবে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

7h ago