১১ দিনে বেনাপোল দিয়ে ইলিশ রপ্তানি ৫ লাখ ৩২ হাজার কেজি

দুর্গাপূজা উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে দুই হাজার ৪২০ টন বা ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।
ভারতে ইলিশ রপ্তানি
বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি। ছবি: স্টার

প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির শেষ দিনে গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে দুই হাজার ৪২০ টন বা ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

তবে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বেনাপোল দিয়ে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে সর্বমোট ২০ রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮ ট্রাকে ভারতে ইলিশ রপ্তানি করে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ ডলারে। বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ১৮০। মোট ডলার এসেছে ৫৩ লাখ ২০ হাজার। বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

গতকাল বেনাপোল মাছ বাজারে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকায়। একই ওজনের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে।

কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশের বাজারের সঙ্গে সমন্বয় হতে পারতো বলে মনে করি।'

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শনিবার রাত ১০টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১১ ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১১ দিনে রপ্তানি হয়েছে পাঁচ লাখ ৩২ হাজার কেজি ইলিশ।'

Comments

The Daily Star  | English
Land Minister Saifuzzaman Chowdhury

Confiscate immovable assets of ex-land minister, wife: court

A Dhaka court has ordered the authorities concerned to confiscate the immovable foreign assets owned by former land minister Saifuzzaman Chowdhury and his wife Rukhmila Zaman

4h ago