আ. লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

টিআইবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

'বাণিজ্যের নামে অর্থপাচার করা অন্যতম উপায়' উল্লেখ করে তিনি বলেন, 'পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। তবে তা সময়সাপেক্ষ।'

অর্থপাচার বন্ধে রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসাকে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে পাচার হওয়া অর্থ ও তা উদ্ধারের উপায় শীর্ষক সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক এ কথা বলেন।

Comments

The Daily Star  | English

DB chief Rezaul Karim removed from post

The office of the DMP commissioner issued an order yesterday in this regard

8m ago