খেলাপি ঋণ রেকর্ড ২.৮৫ লাখ কোটি টাকা

সরকারের সুদের খরচ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ সেপ্টেম্বর মাস শেষে রেকর্ড ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ।

সেপ্টেম্বরে মোট ১৬ লাখ ৮২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, এপ্রিল-জুন প্রান্তিক শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

 

Comments