জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখল বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রেখেছে বিশ্বব্যাংক। গত এপ্রিল একই পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

আজ মঙ্গলবার গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসে প্রকাশিত 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস' প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এর আগে গত এপ্রিলে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া নিয়ে একটি হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৩ দশমিক ৩ শতাংশ।

গত জানুয়ারিতে ওয়াশিংটনভিত্তিক এই বৈশ্বিক প্রতিষ্ঠানটি বছরের প্রথম গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করে, যেখানে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির সাময়িক তথ্য প্রকাশ করেছে। যেখানে ৩ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।

এছাড়া আগামী অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা জানুয়ারিতে প্রকাশিত পূর্বাভাসের চেয়ে দশমিক ৫ শতাংশ কম।

Comments

The Daily Star  | English
Exchange Rate of US Dollar Against Taka

Bangladesh Bank buys nearly $1b from market as dollar falls

Between 13 July and August, the central bank bought $948 million from commercial banks through seven auctions

11h ago