দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা বেড়েছে ৩০ শতাংশ

২০২৩ সালের এপ্রিল-জুন সময়ে গ্রামীণফোনের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ১৯৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৯২০ কোটি টাকা।
গ্রামীণফোন, মুনাফা, শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ,

চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি হয়েছে।

২০২৩ সালের এপ্রিল-জুন সময়ে গ্রামীণফোনের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ১৯৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৯২০ কোটি টাকা।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ফোন অপারেটরটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ দশমিক ৮৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৮২ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রামীণফোনের শেয়ার দর অপরিবর্তিত ছিল ২৮৬.৬০ টাকায়।

দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় ৬ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার কোটি টাকা।

দ্বিতীয় প্রান্তিকের আয় নিয়ে ২০২৩ সালের জানুয়ারি-জুন সময়ে তাদের সার্বিক মুনাফা ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৯৭৩ কোটি টাকা। জানুয়ারি-জুনে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৪ দশমিক ৬২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ দশমিক ৮২ টাকা।

বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের মোট রাজস্ব বেড়েছে ৭ হাজার ৭৩৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

Comments