শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই,

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচক বাড়লেও লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩০ পয়েন্ট হয়েছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭১টির কমেছে এবং ১৬৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইতে মোট ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। গত কর্মদিবসে যা ছিল ৪৩৩ কোটি ৭০ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৪১টির কমেছে এবং ৬৬টির অপরিবর্তিত আছে। সিএসইতে ৭ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

 

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

After a months-long stalemate, the Bangladesh Bank (BB) is finally set to adopt a more flexible exchange rate regime to fulfil conditions tied to a $4.7 billion International Monetary Fund (IMF) loan programme, which will likely enable Bangladesh to receive $1.3 billion in the fourth and fifth tranches.

9h ago