১৮ মাসের মধ্যে সর্বনিম্ন ঢাকা শেয়ারবাজারের প্রধান সূচক

আজ রোববার ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ রোববার ডিএসইর সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ কমে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেশিরভাগ শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর এ পর্যন্ত ডিএসইএক্সের ২৫৭ দশমিক ৬৯ পয়েন্ট পতন হয়েছে।

২০২২ সালের ২৮ জুলাইয়ের পর আজকের ডিএসইএক্স সর্বনিম্ন।

আজ ডিএসইতে ৫৭টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

তবে, এদিন বাজারের প্রধান সূচক টার্নওভার আগের দিনের ৮৭০ কোটি টাকা থেকে বেড়ে ৮৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআইয়েরও পতন হয়েছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago