জুলাই-সেপ্টেম্বরে বাটার লোকসান প্রায় ১৩ কোটি টাকা

বাটা সু, ঢাকা স্টক এক্সচেঞ্জ, লোকসান, লভ্যাংশ,

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিক্রি কমায় বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নিট লোকসান হয়েছে ১২ কোটি ৭৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা।

বিক্রি কমার কারণ হিসেবে সাম্প্রতিক অস্থিরতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে বাটা।

তবে তৃতীয় প্রান্তিকে লোকসান করলেও ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাটা।

এছাড়া এ বছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ কমে ১১ টাকা ৪৪ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ টাকা ২৮ পয়সা।

নগদ প্রবাহ কমার জন্য সরবরাহকারী ও ঠিকাদারদের বাড়তি অর্থ প্রদান, কাঁচামালের উচ্চ মূল্য ও বিদেশি মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়নকে কারণ হিসেবে উল্লেখ করেছে বাটা।

ডিএসইতে আজ দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত বাটার শেয়ারের মূল্য ১ দশমিক ৮৭ শতাংশ কমে ৯৩০ টাকায় দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

43m ago