ঢাকা শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

স্টার ফাইল ফটো

টানা পাঁচ কার্যদিবস পতনের পর গতকাল ঘুর দাঁড়িয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে, তার একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবসে পতনের মাধ্যমে ডিএসইর লেনদেন শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ৬ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৭ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে ১ হাজার ৩৪৩ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে ২ হাজার ৯৪ পয়েন্টে শেষ হয়েছে।

টার্নওভার ৩ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০৩ কোটি টাকায়।

ডিএসইতে ৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩০৪টির এবং ৪৬টির দর অপরিবর্তিত আছে।

Comments