লেনদেনের শুরুতে সূচক বেড়েছে ০.১৫ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

গত দুই সপ্তাহের উত্থানের পর আজও লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ১৫ শতাংশ।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইএক্স আট দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৪ দশমিক ৫২ পয়েন্ট।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৩০ লাখ টাকা। ১৮৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১২১টির দর কমেছে এবং অপরিবর্তিত আছে ৭৫টির।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ শতাংশের বেশি।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির দর কমেছে ৯ শতাংশের বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক আগের দিনের চেয়ে দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৯২৫ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

1h ago