শেয়ারবাজার

ঢাকা শেয়ারবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

টার্নওভার ৪৪ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৬১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, শেয়াবাজার,

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ বৃপস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৪১ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৩ দশমিক ০৩ পয়েন্টে এবং ডিএস৩০ ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ৭১ পয়েন্টে শেষ হয়েছে।

টার্নওভার ৪৪ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৬১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজের বাজার আপডেট অনুযায়ী, পেপার অ্যান্ড প্রিন্টিং, সিরামিক, সিমেন্টসহ প্রায় সব খাতই ইতিবাচক অবস্থানে আছে।

টার্নওভার চার্টে ফার্মাসিউটিক্যালস খাতের আধিপত্য ছিল, যা দিনের টার্নওভারের ১৭ দশমিক ২৫ শতাংশ। 

আজ বৃহস্পতিবার ডিএসইতে ৩০৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।

Comments