৭ বছরের মধ্যে সর্বোচ্চ নগদ লভ্যাংশ ঘোষণা ইবনে সিনা ফার্মার

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইপিএস,

গত ৩০ জুন শেষ হওয়া ২০২৪ অর্থবছরের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা ১০ শতাংশ বেড়ে ৬৭ কোটি ৪ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, ইবনে সিনার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সা এবং শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ১২ টাকা ৪৮ পয়সা।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইবনে সিনা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

ডিএসইতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ২৪ শতাংশ কমে ৩৩২ টাকায় দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

1h ago