যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আশঙ্কায় ঢাকার শেয়ারবাজারে দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

মার্কিন প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের ঘোষণার পর বিনিয়োগকারীরা এক ধরনের উদ্বেগের মধ্যে আছে।

আজ রোববার বাজার পর্যবেক্ষণে দেখা যায়, লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে ৫ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির শেয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শুল্ক আরোপ শেয়ারবাজারে সরাসরি কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে এটি সামগ্রিক অর্থনীতির গতি কমাতে পারে, যা বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে, যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে দাবি করেছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে থাকে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকারী বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ 'ছাড়কৃত পারস্পরিক শুল্ক' আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

Comments

The Daily Star  | English
soybean oil price

Soybean oil prices hiked by Tk 14 per litre

The decision came following a review meeting at the secretariat on the import and supply of edible oil.

7m ago