বিবেকের দংশন থেকে জাগ্রত হওয়ার গল্প ‘বোধ’

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘বোধ’ আসছে আগামী ৪ নভেম্বর।
বোধ ওয়েব সিরিজে দেখা অর্চিতা স্পর্শিয়াকে। ছবি: স্টার

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'বোধ' আসছে আগামী ৪ নভেম্বর।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে 'বোধ'। হইচইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, 'এই সিরিজে যারা কাজ করেছেন তারা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তারা শুধু দারুণ অভিনয়শিল্পী নয়, তাদের সঙ্গে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।'

অর্চিতা স্পর্শিয়া। ছবি: স্টার

সিরিজের গল্পে দেখা যাবে, আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। আলমগীরের নিজের বিচারবোধের প্রতি ছিল অগাধ আস্থা। কিন্তু, অবসরের পর নানা ঘটনায় তিনি বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।

অর্চিতা স্পর্শিয়া। ছবি: স্টার

এতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, দিলারা জামান, রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাটসহ অনেকেই। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু এবং জাহিন ফারুক আমিন।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

1h ago