‘জিম্মি’র ট্রেলারে জয়া আহসানসহ যাদের দেখা মিলল

‘জিম্মি’ সিনেমায় জয়া আহসান ও জয়। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আজ শনিবার সন্ধ্যা ৭টায় মুক্তি দেয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ 'জিম্মি'র ট্রেলার। এতে যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। আড়াই মিনিটের ট্রেলারে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকের।

আশফাক নিপুণ বলেন, 'আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।'

ছবি: সংগৃহীত

জয়া আহসান বলেন, 'আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ। নিপুণ যেভাবে যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা এখন আমার দর্শকের ওপর। তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে। নির্মাতা আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র।'

ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচইয়ে আসছে 'জিম্মি'।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

14h ago