কোনো বিশেষ গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না: মেহজাবীন

মেহজাবীন। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ওয়েব সিরিজে অভিনয় করেও দারুণ সাড়া ফেলেছেন। পাশাপাশি ধরে রেখেছেন মডেলিংয়ের সাফল্য। সম্প্রতি তার অভিনীত 'আমি কি তুমি' ওয়েব সিরিজ প্রচারিত হয়েছে।

এ বিষয়ে আজ সোমবার দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী, দ্য সাইলেন্স, ভিকি জাহেদ,
মেহজাবীন চৌধুরী। স্টার ফাইল ফটো

সম্প্রতি আপনার অভিনীত 'আমি কি তুমি' ওয়েব সিরিজ প্রচারিত হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

দারুণ সাড়া পাচ্ছি। কাছের মানুষ থেকে শুরু করে সবাই প্রশংসা করছেন। ভালো কাজের সাফল্য এখানেই, দর্শকরা পছন্দ করেন।

অনেকেই বলছেন এই ধরণের গল্প নিয়ে কাজ কম হচ্ছে?

তা ঠিক। 'আমি কি তুমি' একটি রোমান্টিক থ্রিলার। এমন গল্প নিয়ে কাজ কমই হয়েছে। এখানে আমাকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন আমাকে দেখা গেছে।

এভাবেই নতুন নতুন গল্প ও চরিত্রে অভিনয় করতে চাই। তাতে দর্শকদেরও ভালো লাগবে। একজন অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে।

শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে তিনি কেমন?

শ্যামল মাওলার সঙ্গে এর আগে 'দ্য সাইলেন্স' ওয়েব সিরিজে অভিনয় করেছি। এবার করলাম 'আমি কি তুমি'তে। তিনি অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।

মেহজাবীন। ছবি: সংগৃহীত

এই সিরিজের পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

ভিকি জাহেদ খুব ভালো পরিচালক। তার সঙ্গে বেশ কিছু কাজ করেছি। তার কাজ মানেই নতুনত্ব। এটাই ভালো লাগে।

ভক্তরা মনে করছেন, আপনি আর নাটকে অভিনয় করবেন না। এটা কি সত্যি?

না। এমন তো কখনো বলিনি। নাটক হোক, ওয়েব ফিল্ম হোক—চরিত্র ও গল্প ভালো হলে কাজটি করব। ভালো কাজের সঙ্গে সবসময় থাকতে চাই। কাজ ভালো হলেই করব। কোনো বিশেষ গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না।

নতুন কী কাজ করছেন?

স্ক্রিপ্ট আসছে, দেখছি। কোনোটা ভালো লাগলেই অভিনয় করব।

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

2h ago