ওটিটিতে ‘পেয়ারার সুবাস’ আসছে কাল

‘পেয়ারার সুবাস’র মতো গল্প নিয়ে কাজ কমই হয়েছে: জয়া আহসান
‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সিনেমা হলে মুক্তির পর আগামীকাল ২১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত 'পেয়ারার সুবাস'।

গত ৭ ফেব্রুয়ারি এই সিনেমার প্রিমিয়ার শোতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। সিনেমাটি তাকে উৎসর্গ করা হয়েছে।

এতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু।

পেয়ারা চরিত্রের অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, 'আমরা সাধারণরা সবসময় যে দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি দেখি বা কাজ দেখি, আতিক আসলে সবসময় নতুনভাবে, নতুন কিছু দেখতে শেখান বা দেখান। আমার মনে হয় যে, এই ধরনের পটভূমিতে হয়তো বাংলা সিনেমা এর আগে হয়নি। আমার চরিত্রসহ এই সিনেমার প্রতিটা চরিত্র বেশ স্ট্রং, ভীষণ র।'

আহমেদ রুবেল প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু এতটুকু বলতে পারি, শিল্পী তার কাজ দিয়ে সবার মাঝে থেকে যান। আহমেদ রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে থেকে যাবেন।'

Comments

The Daily Star  | English
World Bank loans for Bangladesh

Logistics costs eat up 16% of GDP

Bangladesh's logistics costs double global average, World Bank official says

16h ago