প্রথমবার চরকি অরিজিনাল সিরিজে মোশাররফ করিম

মোশারফ করিম। ছবি: সংগৃহীত

ওটিটি প্লাটফর্ম 'চরকি'র অরিজিনাল সিরিজ 'আধুনিক বাংলা হোটেল' এর চুক্তি সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি প্রমুখ। 

'আধুনিক বাংলা হোটেল' এর মাধ্যমে আবার হাজির হচ্ছেন মোশাররফ করিম। 

এর আগে তিনি চরকি অরিজিনাল ফিল্ম 'দাগ' এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার তাকে দেখা যাবে কোনো অরিজিনাল সিরিজে।

মোশাররফ করিম বলেন, 'এখানকার কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার। আর তরুণ কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।'

চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, 'গুণী অভিনেতা মোশাররফ করিমের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মাণে মোশাররফ ভাই ছিলেন, দর্শকনন্দিত হয়েছিল সেগুলো। নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago